সঙ্গে একটা ব্যাগ। সেই ব্যাগে ভর্তি টাকা। কত টাকা? পুলিশ বলছে ৩০ লক্ষ টাকা ছিল ওই ব্যাগে। নগদ ৩০ লক্ষ টাকাই যে সেখানে আছে তার প্রত্যক্ষদর্শীও রয়েছে। পুলিশ সাক্ষী রেখেই সেই টাকা গোনে। যদিও কোথা থেকে এই টাকা এল তার কোনও সদুত্তর যে ব্যক্তির সঙ্গে ওই ব্যাগ ছিল তিনি দিতে পারেননি।
ওই টাকার ব্যাগ সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যেহেতু ওই টাকা কোথা থেকে এল বা ওই টাকা কোথায় যাচ্ছিল তার কোনও সদুত্তর দিতে ওই ব্যক্তি অপারগ হন তাই পুলিশ ওই টাকাকে বেআইনি টাকা হিসাবেই নিচ্ছে। এভাবে টাকা ভর্তি ব্যাগ কী জন্য ধৃত ব্যক্তি নিয়ে যাচ্ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার টাকা সহ কলকাতায় গ্রেফতারের পর পুলিশ ওই টাকা কয়েকজনের সামনেই গোনে। সাক্ষী রেখে গোনা হয়। দেখা যায় ৩০ লক্ষ টাকা রয়েছে। সাধারণভাবে কেউ ব্যাগে ৩০ লক্ষ টাকা নিয়ে ঘোরে না। তাই এর পিছনের রহস্যের তল পেতে তদন্ত শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)