ব্যাগ ভর্তি টাকা। সেই ভর্তি ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় বড়বাজারের কাছে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তার ব্যাগ থেকে ১০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। নোটের তাড়া ভর্তি ছিল। তবে ওই টাকা তার কাছে কীভাবে এল তার সদুত্তর সে দিতে পারেনি। ফলে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধেয় ভিড়ে ঠাসা এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
ধৃত যুবকের নাম শাদাব আহমেদ সিদ্দিকি। বয়স ৩০ বছর। দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধেয় তাকে রবীন্দ্র সরণি থেকে সন্ধে সাড়ে ৬টা নাগাদ গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) প্রবীণ ত্রিপাঠী। ধৃত ব্যক্তির ব্যাগ থেকে যে টাকা মিলেছে তা হিসাবহীন নগদ বলেই জানিয়েছেন তিনি।
ধৃতের বিরুদ্ধে ২টি ধারায় মামলা করেছে পুলিশ। সিআরপিসি ৪১ ধারায় চুরি করা সম্পত্তি ও আইপিসি ৩৭৯ ধারায় চুরির অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কীভাবে তার কাছে এই টাকা এল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।