গোপন সূত্রে খবর ছিল কলকাতা পুলিশের কাছে। সেই সূত্রে ধরেই স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা গত সোমবার শহিদ মিনারের কাছে অপেক্ষায় ছিলেন। তাঁরাই শহিদ মিনার চত্বর থেকে গ্রেফতার করেন ২ ব্যক্তিকে। তাদের কাছ থেকে ২ লক্ষ টাকার ভুয়ো নোট উদ্ধার হয়েছে। কোথা থেকে ওই টাকা এল তা জানার চেষ্টা করছে পুলিশ।
২ লক্ষ টাকার যে ভুয়ো নোট উদ্ধার হয়েছে তার সবকটিই ২ হাজার টাকার নোট। ২ হাজার টাকার ১০০টি নোট ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে। ধৃত ২ জনই তামিলনাড়ুর বাসিন্দা। তামিলনাড়ুর ধর্মপুরী জেলার বাসিন্দা ২৭ বছরের মনি গোবিন্দন ও ২৯ বছরের ভেলু মাল্লাপনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
কলকাতায় ভোট আগামী ১৯ মে। তার আগে ২ লক্ষ টাকার ভুয়ো নোট সহ গ্রেফতারি কিন্তু পুলিশকে চিন্তায় রেখেছে। যদিও পুলিশি তৎপরতাও তারিফযোগ্য। কারা এই চক্রের সঙ্গে জড়িত, কেন ওই টাকা নিয়ে আসা হয়েছিল, সবই জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা