কলকাতা পুলিশের বড়সড় সাফল্য। মাদক এ শহরে নতুন নয়। কলকাতা থেকে আগেও মাদক উদ্ধার হয়েছে। কিন্তু মঙ্গলবার রাতে যে অঙ্কের মাদক উদ্ধার হল তা চমকে দেওয়ার মতন। উদ্ধার হওয়া মাদকের মূল্য আন্তর্জাতিক বাজারে ১০৫ কোটি টাকার কাছাকাছি। মাদক পাচারের সঙ্গে যুক্ত ২ জন ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রাত ২টোয় হানা দেয় পুলিশ। হানা দেয় উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স হানা দিয়ে ২৫ কেজি নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করে। পুলিশ জানাচ্ছে এই পরিমাণ হেরোইন আন্তর্জাতিক বাজারে ১০৫ কোটি টাকাতেও বিক্রি হতে পারে। ওই হেরোইন সহ হাতেনাতে পাকড়াও হয় ২ মাদক পাচারকারীও।
ভারতের উত্তর ও উত্তরপূর্বে এ বছর যত মাদক উদ্ধার করেছে পুলিশ তারমধ্যে এদিনের মাদকের অঙ্ক সর্বাধিক। কলকাতা পুলিশ অবশ্য এর আগেও এ ধরনের মাদক পাচার রুখতে সক্ষম হয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই মাদক কোথায় পাঠানো হচ্ছিল বা এর পিছনে কোন চক্র কাজ করছে। এই শহরে এই চক্রের জাল কোথায় কোথায় ছড়ানো রয়েছে তাও জানার চেষ্টা হচ্ছে। ধৃতদের কাছ থেকে সব তথ্য উদ্ধার করতে পারলে আরও বড় সাফল্য পেতে পারে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা