Kolkata

ওসামাকে ধরতে সাহায্য করা কুকুর এবার কলকাতা পুলিশে

কলকাতা পুলিশের হাতে আসছে এক বিশেষ জাতের কুকর বেলজিয়ান মালেনুয়া। এই বেলজিয়ান মালেনুয়া-র সাহায্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সিল টিম পৌঁছে গিয়েছিল পাকিস্তানের অ্যাবোটাবাদ-এ আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের গোপন ডেরায়। এতটাই দক্ষ এই কুকুর। এরা যে কোনও পরিবেশে দ্রুত মানিয়ে নিতে সক্ষম। চট করে খোঁজ দিতে পারে গোপন ডেরার। সন্ত্রাসবাদী কার্যকলাপকে নিয়ন্ত্রণে আনতে এই কুকুরের জুড়ি নেই।

বেলজিয়ান মালেনুয়া প্রজাতির ১২টি কুকুর আপাতত কলকাতা পুলিশে আসতে চলেছে। তা হয়তো ১ বছরের মধ্যেই সম্পন্ন হবে। তবে তার আগে তাদের রাজ্যের বাইরে ট্রেনিং হবে। তারপরই কলকাতা পুলিশে যোগ দেবে এই বিশেষ প্রজাতির কুকুর। যা যে কোনও পরিবেশে না হাঁফিয়ে বহু দূর পর্যন্ত ছুটতে সক্ষম। ফলে অপরাধীদের তাড়া করার ক্ষেত্রেও এই কুকুর যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে পারে।


কলকাতা পুলিশের যে ডগ স্কোয়াড রয়েছে তাতে এখন ৬০টি কুকুর রয়েছে। যারমধ্যে রয়েছে জার্মান শেফার্ড, ল্যাবরেডর, ডোবারম্যান ও গোল্ডেন রিট্রিভার। এবার সেই তালিকায় নতুন যোগ হতে চলেছে বেলজিয়ান মালেনুয়া। এই কুকুরগুলি ১২ থেকে ১৪ বছর বাঁচে। কুকুরগুলি কিন্তু আদপে বাড়ির পোষ্য কুকুর হিসাবেই সামনে এসেছিল। তারপর তাদের ক্ষমতা দেখে তাদের পুলিশে এমনকি সেনাতেও অন্তর্ভুক্ত করে বিভিন্ন দেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button