সাধারণ মানুষকে করোনা সম্বন্ধে সচেতন করতে এবার একদম অন্য রাস্তায় হাঁটল কলকাতা পুলিশ। অন্ধ্রপ্রদেশ পুলিশের তরফে কিছু অভিনব উদ্যোগ দেখতে পাওয়া গিয়েছে। কেরালা পুলিশও একটি গানের তালে নেচে হাত ধোওয়া শিখিয়েছে। এবার কলকাতার এন্টালি থানার পুলিশকর্মীরা রাস্তায় নেমে গাইলেন গান। পুলিশের চেনা রূপের বাইরে বেরিয়ে গানে গানে মানুষকে বোঝানোর এই প্রচেষ্টা সাধারণ মানুষের নজর কেড়েছে।
বৃহস্পতিবার এন্টালি থানার পুলিশকর্মীরা কনভেন্ট রোড এলাকায় রাস্তায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে উই শ্যাল ওভারকাম গাইলেন। গানটির হিন্দি ও বাংলা রূপান্তরও গাইলেন তাঁরা। পুলিশ আধিকারিক থেকে কর্মী সকলেই গলা মেলান। সাধারণ মানুষকেও বাড়িতে থেকে তাঁদের সঙ্গে গলা মেলাতে বলেন তাঁরা। পুলিশের এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন। অনেকে বাড়ি থেকেই মোবাইলে পুলিশের এই অসামান্য উদ্যোগ ক্যামেরাবন্দি করেন।
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের বলে এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে যে ৭ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে তা সঠিক নয় বলেই জানিয়েছে রাজ্য সরকার। তবে রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন যে ৪ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে তাঁদের মৃত্যু হয়েছে অন্য রোগে। তাঁদের একটি তালিকা তাঁদের কাছে রয়েছে। এই মুহুর্তে সংক্রমিত ৩৪ জন। এখনও পর্যন্ত ৩৬০০ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তৈরি চিকিৎসক দলের তরফে।