কলকাতা পুলিশের বড় সাফল্য, শহরে গ্রেফতার ৩ জেএমবি জঙ্গি
বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। খোদ কলকাতা শহর থেকে গ্রেফতার হল বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জেএমবি-র ৩ জঙ্গি। রবিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফে একটি অভিযান করা হয়। হরিদেবপুরের এমজি রোডের একটি বাড়িতে আচমকাই হানা দেয় পুলিশ। সেখান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
নাজিউর রহমান, রবিউল ইসলাম ও শেখ সাবির। এরা প্রত্যেকেই বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জামাত উল মুজাহিদিন-এর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এদের পাকড়াও করার পর এদের কাছ থেকে বেশ কিছু জিহাদি কাগজপত্র পাওয়া গেছে। এছাড়া একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পাওয়া গেছে একটি হাতে লেখা ডায়েরি। যেখানে অনেকগুলি নাম ও ফোন নম্বর পাওয়া গেছে। যে নম্বরগুলি জেএমবি নেতাদের বলে জানাতে পেরেছে পুলিশ।
এছাড়া এদের ফেসবুক অ্যাকাউন্ট খতিয়ে দেখা শুরু হয়েছে। যেখান থেকে বেশকিছু জঙ্গি কার্যকলাপের সূত্র পেয়েছে পুলিশ। এখন আরও তদন্ত করে দেখা হচ্ছে।
এটাও দেখা হচ্ছে যে এরা জেএমবি-র স্লিপার সেলের সদস্য কিনা। এদের জিজ্ঞাসাবাদ করে এ রাজ্যে ও দেশে জেএমবি কার্যকলাপ সম্বন্ধে আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করছে পুলিশ। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হবে।
খোদ কলকাতার বুকে এভাবে লুকিয়ে থাকা ৩ জঙ্গির হদিশ মেলা অবশ্যই চিন্তা বাড়াচ্ছে। এদের কোনও নাশকতার ছক ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এরা কেন ৩ জন এক জায়গায় জড়ো হয়েছিল তা তাদের জেরা করে জানতে চাইছে পুলিশ।