নবান্নের সুরক্ষার ভার এবার একদম নতুন বাহিনীর কাঁধে
নবান্ন রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন। ফলে তার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবান্নের সুরক্ষা জোরদার করতে এবার একদম নতুন বাহিনীর ওপর ভরসা রাখতে চলেছে পুলিশ প্রশাসন।
নবান্নের সুরক্ষাকে জোরদার করতে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে পুলিশ প্রশাসন। সেখানে পুলিশি নিরাপত্তা তো রয়েছেই তা ছাড়া আরও কড়া সুরক্ষা বলয় চাইছে কলকাতা পুলিশ। ফলে সেখানে নতুন বাহিনী নিয়োগ করা হতে চলেছে।
তবে এ বাহিনীতে থাকছেন না কোনও মানুষ। এই দায়িত্ব বর্তাতে চলেছে ডগ স্কোয়াডের ওপর। অবশ্যই ডগ স্কোয়াড অত্যন্ত দক্ষ। তাদের প্রশিক্ষণও এই সুরক্ষার কাজের কথা মাথায় রেখে দেওয়া হয়। স্থির হয়েছে এই ডগ স্কোয়াড থাকবে নবান্নের সুরক্ষায়।
প্রতিদিন কলকাতা থেকে নবান্নে এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসা করা কঠিন কাজ বলেই মনে করছে পুলিশ প্রশাসন।
তাছাড়া কুকুরদের একটি জায়গায় রেখে দিলে তাদের শক্তিশালী ঘ্রাণ ইন্দ্রিয়টি ঠিকঠাক কাজ করে। বারবার সেখান থেকে সরিয়ে নিয়ে গেলে তাদের ঘ্রাণ শক্তি সঠিকভাবে সেই জায়গা সম্বন্ধে ওয়াকিবহাল হওয়ার সুযোগ পায়না।
এজন্য নবান্নেই থাকার ব্যবস্থা হচ্ছে এসব প্রশিক্ষিত কুকুরদের। তাদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য একটি চিকিৎসাকেন্দ্রও গড়ে তোলা হচ্ছে।
১৪ তলা এই প্রশাসনিক ভবনের সব তলা খুঁটিয়ে পরীক্ষা করা এদের প্রতিদিনর দিনের কাজ হবে। ইতিমধ্যেই এই কুকুরদের থাকার বিশেষ ধরনের ঘর এবং চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার জন্য অর্থ দফতরের সবুজ সংকেত মিলেছে। নবান্নের উত্তর প্রান্তের গেটের কাছে এই চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হবে।