ঘুম ভাঙাতে চা খাওয়াচ্ছে কলকাতা পুলিশ
কলকাতা পুলিশের তরফে ফের একটি মানবিক পদক্ষেপ সামনে এল। মধ্যরাতে রাস্তায় চায়ের বন্দোবস্ত করল তারা। তবে সকলের জন্য এই বন্দোবস্ত নয়।
কদিন আগেই নদিয়ায় এক শববাহী লরি গিয়ে ধাক্কা মারে একটি স্টোন চিপস বোঝাই ট্রাকে। বলা হচ্ছে শবদেহ শ্মশানের দিকে নিয়ে চলা ওই লরির চালকের ভোর রাতের দিকে চোখ লেগে গিয়েছিল। তা থেকেই হয় দুর্ঘটনা।
সেই ঘটনার পর এবার অভিনব এক উদ্যোগ নিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের খতিয়ান বলছে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে মধ্যরাতে বা ভোর রাতে। কারণ সেই সময় সবচেয়ে বেশি ক্লান্ত থাকেন গাড়ির চালকরা। ফলে তাঁদের চোখ অনেক সময় লেগে যায়।
গাড়ি চালাতে চালাতে যা ভয়ংকর। আর সেই কারণেই হামেশা রাতে বা ভোরে ঘটে যায় মর্মান্তিক সব দুর্ঘটনা। এবার তাই চালকদের রাতে ঘুম ভাঙাতে কলকাতা পুলিশ তাঁদের গরম চা খাওয়ানোর বন্দোবস্ত করল।
কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাতে অনেক সময় গাড়ি দাঁড় করাতে হয় তার কাগজপত্র খতিয়ে দেখার জন্য। সেখানে কিছুটা সময় চালকদের অপেক্ষা করতেই হয়। সেই সময় চালকদের গরম চা খাওয়ানো ব্যবস্থা করা হয়েছে।
গরম চায়ে তাঁদের ঘুম কাটবে। এতে দুর্ঘটনা কমবে। দুর্ঘটনা থেকে চালকদের এবং অন্য মানুষদের রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।
অনেক সময় দেখা যায় একজন চালক সারাদিন ঘুমোনোর সময় পাননি। তারপর তাঁকে রাতেও গাড়ি চালাতে হচ্ছে। ফলে তিনি গভীর রাতে চরম ক্লান্তির শিকার হন। যা থেকে আসে ঘুম। আর চোখ লাগলেই বেড়ে যায় দুর্ঘটনার সম্ভাবনা। যা অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী হয়।