রাস্তায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ
কলকাতার রাস্তায় অনেক সময় মহিলাদের হেনস্থার শিকার হতে হয়। তাঁদের তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ।
কলকাতার রাস্তায় মহিলাদের নানা কাজে বার হতে হয়। সেটা সকাল, দুপুর, রাত যে কোনও সময় হতে পারে। শহরের রাস্তায় অনেক সময় মহিলাদের নানা ধরনের হেনস্থার শিকার হতে হয়।
তাঁরা অনেক সময় রুখে দাঁড়ালেও পুলিশে খবর দেওয়া। থানায় গিয়ে অভিযোগ দায়ের করা। এসবে অনেকটা সময় অতিবাহিত হয়। কিন্তু একজন মহিলা হেনস্থার শিকার হওয়ার পর তিনি মানসিক দিক থেকে যেমন ভেঙে পড়েন তেমনই দ্রুত সমাধান চান।
তাঁদের পরিস্থিতির কথা মাথায় রেখে এবার কলকাতা পুলিশ এক অভিনব উদ্যোগ গ্রহণ করল। আপাতত পাইলট প্রোজেক্ট হিসাবে একটি কিয়স্ক আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকে তৈরি করেছে কলকাতা পুলিশ।
কোনও মহিলা সমস্যায় পড়লে তিনি ওই কিয়স্কে উপস্থিত হবে। সেখানে এক পুলিশকর্মী থাকবেন। কিয়স্কে ক্যামেরা, ভয়েস রেকর্ডার, লোকেশন ট্র্যাকার থাকবে।
সেখানে থাকবে একটি এসওএস বোতাম। সেটি টিপে দেবেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁর স্থানীয় থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হবে ভিডিওতে।
মহিলার অভিযোগ শোনার পরই ওই থানা থেকে এক মহিলা পুলিশকর্মীকে সঙ্গে করে সেখানে দ্রুত হাজির হবেন এক পুলিশ আধিকারিক। তারপর অভিযোগক্রমে ব্যবস্থা গ্রহণ করবেন।
এই অভিযোগ জানাতে সেক্ষেত্রে কোনও মহিলাকে থানায় হাজির হতে হবে না। এই ব্যবস্থা মূলত মহিলাদের কথা মাথায় রেখে করা হলেও সকলেই এই ব্যবস্থার সুবিধা নিতে পারবেন। তাঁর সঙ্গে কথা হওয়ার পর সমস্যার গুরুত্ব বুঝে থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।