Kolkata

আরজি করে ভাঙচুরে অভিযুক্তদের ছবি প্রকাশ করে আবেদন কলকাতা পুলিশের

আরজি কর হাসপাতালে ভাঙচুরে অভিযুক্তদের ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিশেষ আবেদনও সাধারণ মানুষের কাছে করল পুলিশ।

বুধবার রাতে যখন গোটা রাজ্য জুড়ে মহিলাদের রাত দখল পালিত হচ্ছে তখন আরজি কর হাসপাতালে চলে ধুন্ধুমার। একদল যুবক আরজি করে ঢুকে তাণ্ডব চালায়। গেটে থাকা পুলিশদের সরিয়ে দিয়ে তারা ধর্নামঞ্চে ভাঙচুর করে।

এরপর জরুরি বিভাগে শুরু হয় তাণ্ডব। ভেঙে ফেলার হয় যাবতীয় পরিকাঠামো। এমআরআই মেশিন সহ নানা মেশিন ভাঙা হয়। বেড ভাঙা হয়। আরও নানা ক্ষতি করা চলতে থাকে।


আরজি করের সামনে সন্ধে থেকেই যে আন্দোলন কর্মসূচিতে বহু মানুষের জমায়েত হয়েছিল, সেই ভিড়েই এই দুষ্কৃতিরা মিশে ছিল বলে অনুমান করছেন অনেকে। তারাই রাত ১২টা নাগাদ আচমকা আরজি করে ঢুকে পড়ে তাণ্ডব শুরু করে।

এই ঘটনার পর কলকাতার নগরপাল নিজে আরজি করে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘুরে দেখেন তাণ্ডবলীলা। স্বাধীনতা দিবসের দিন আরজি করে তাণ্ডব নিয়ে অনেকগুলি ছবি প্রকাশ করে কলকাতা পুলিশ।


সেখানে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিতও করা হয়। লাল গোল করে তাদের চিহ্নিত করা হয় ছবিতে। সাধারণ মানুষের কাছে কলকাতা পুলিশের আবেদন এই অভিযুক্তদের খোঁজ জানলে তাঁরা যেন স্থানীয় থানায় খবর দেন। সরাসরি কলকাতা পুলিশের কাছেও খবর দিতে পারেন তাঁরা।

যেভাবে আরজি করে মাঝরাতে ব্যাপক হারে তাণ্ডব চলে, তাতে সেখানকার কর্মীদের অনেকেই আতঙ্কিত। এইসবের মধ্যে ক্ষতি হচ্ছে অন্য রোগীদেরও।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button