খাস তিলোত্তমার বুকে এবার আক্রান্ত হলেন এক পুলিশ আধিকারিক। সমাজবিরোধীদের শায়েস্তা করতে গিয়ে প্রহৃত হলেন চিৎপুর থানার অ্যাডিশনাল ওসি শচীন মণ্ডল। লালবাজারের রেকর্ডে জ্যোতিনগর কলোনি কুখ্যাত এলাকা হিসেবেই চিহ্নিত। গত শুক্রবার রাতে কলোনির সর্বমঙ্গলা ঘাটের জেটিতে দলবলসহ অভিযান চালান চিৎপুর থানার অ্যাডিশনাল ওসি। জেটিতে অবৈধ কাজ হচ্ছে বলে খবর পেয়েই এই অভিযান ছিল বলে পুলিশ সূত্রের খবর। রাতে গঙ্গায় জোয়ার ছিল। জোয়ারে জেটি যাতে ভেসে না যায় সেজন্য জেটিটিকে ঘাটের দিকে আনার চেষ্টা করেন অভিযানকারী পুলিশকর্মীরা। অভিযোগ, বিপদ বুঝে জেটি থেকে পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল ছুঁড়তে থাকে দুষ্কৃতিরা। অ্যাডিশনাল ওসি ও বাকিদের মাটিতে ফেলে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় বলেও দাবি পুলিশের।
অভিযোগ, দুষ্কৃতিদের দেদার লাথি, ঘুষি আর ইটের ঘায়ে গুরুতর জখম হন অ্যাডিশনাল ওসি। আহত হন বাকি পুলিশকর্মীরাও। সমাজবিরোধীদের হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে এলাকাবাসীর কাছ থেকে গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পুলিশের ওপর হামলা চালানোর ঘটনায় এরমধ্যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।