ট্রাফিক আইন ভেঙে জরিমানার মুখে পড়ে অনেক গাড়ি। সেগুলির বিরুদ্ধে কেস দেয় পুলিশ। জরিমানা হয়। কলকাতার রাস্তায় ট্রাফিক আইন ভেঙে জরিমানার অঙ্ক বিশাল আকার নিয়েছে। তাই কলকাতা পুলিশের তরফে এবার বিশেষ সুবিধার ব্যবস্থা করা হল। বুধবার লালবাজারে একটি সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার জানান, এবার থেকে মোট জরিমানার অঙ্কের ৩৫ শতাংশ মিটিয়েই এককালীন টাকা মেটানোর সুবিধা পাবেন গাড়ির মালিকরা। কারও গাড়ির জরিমানা কত বাকি তা কলকাতা পুলিশের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জায়গায় গাড়ির তথ্য দিলেই দেখা যাবে। মোট অঙ্কের ৩৫ শতাংশ এককালীন মিটিয়ে দিলে তিনি জরিমানা মুক্ত হবেন। এই টাকা অনলাইনেও জমা দেওয়া যাবে। তবে এই সুযোগ থাকছে ১৫ জানুয়ারি পর্যন্ত।
এরপরও জরিমানা মেটানো যাবে। সেক্ষেত্রে গুনতে হবে মোট জরিমানার ৫০ শতাংশ অর্থ। সেই সুযোগ থাকবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পর্যন্ত সুযোগ থাকছে মোট জরিমানার একটা অংশ দিয়ে নিষ্পত্তির সুযোগ। এরমধ্যে টাকা না মেটালে পুরো জরিমানার অঙ্কই গুনতে হবে।
পুলিশ কমিশনার জানান, এখন থেকে জরিমানার টাকা মেটানো না থাকলে না বেচা যাবে গাড়ি, না বীমা নবীকরণ করা যাবে।