
বলিউডের প্রখ্যাত কাপুর পরিবারে ফের শোকের ছায়া। চলে গেলেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। এদিন ভোরে পরলোকগমন করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের ১৯৪৬ সালে বিয়ে হয়। তাঁদের ৫ সন্তান। রণধীর কাপুর, ঋষি কাপুর, রাজীব কাপুর, রীমা জৈন ও ঋতু নন্দা। এদিন চেম্বুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
কৃষ্ণা রাজ কাপুরের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে বলিউডে। অনেক অভিনেতা অভিনেত্রীই সোশ্যাল সাইটে শেষ শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)