পাকিস্তানের মত মুসলিম প্রধান রাষ্ট্রে প্রথম দলিত মহিলা সেনেটর হলেন কৃষ্ণা কুমারী কোহলি। ৩৯ বছরের কৃষ্ণা কুমারী কোহলি পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী হিসাবে জয়লাভ করেন। পাকিস্তানের সিন্ধ প্রদেশেরই মেয়ে কৃষ্ণা। ১৯৭৯ সালে সিন্ধের থরের নাগারপারকার জেলায় একটি প্রত্যন্ত গ্রামে দরিদ্র পরিবারে জন্ম হয় তাঁর। বাবা-মায়ের সঙ্গে এক সময়ে এক ব্যক্তির ব্যক্তিগত কারাগারেও ৩ বছর বন্দি থাকতে হয়েছে তাঁকে।
১৬ বছর বয়সেই বিয়ে হয় তাঁর। পরবর্তীকালে বহু প্রতিকূলতা পার করে সমাজবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। যোগ দেন পিপিপি-তে। থর এলাকার প্রান্তিক মানুষদের অধিকারের জন্য লড়াই চালিয়েছেন কৃষ্ণা কুমারী কোহলি। পাকিস্তানের সেনেটে সে দেশে সংখ্যালঘু অধিকার নিয়ে তিনি লড়াই করার অনেকটা জায়গা পেলেন বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা।