কোন পুরনো অভ্যাসের জন্য তাঁর করোনা হয়েছিল জানালেন কৃতী শ্যানন
একটি পুরনো অভ্যাস আছে তাঁর। সেই অভ্যাসের কারণেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। কোন অভ্যাস তা খোলাখুলি জানালেন বলিউড তারকা কৃতী শ্যানন।
২০২০ সালে করোনার দাপট শুরু হওয়ার পর সাধারণ মানুষ যেমন করোনা আক্রান্ত হতে শুরু করেন, তেমনই সেলেব্রিটিরাও। রাজনীতি হোক বা খেলা, সিনেমা হোক বা অন্য কোনও জগতের প্রথিতযশা মানুষ, অনেকেই এক এক করে করোনা আক্রান্ত হচ্ছিলেন। তাঁরা সেকথা সোশ্যাল সাইটে জানাচ্ছিলেনও। তাঁরা কেমন আছেন সেকথাও ভাগ করে নিচ্ছিলেন সকলের সঙ্গে।
২০২০ সালের ডিসেম্বরে করোনা সংক্রমণের শিকার হন বলিউডের প্রথমসারির অভিনেত্রী কৃতী শ্যানন। যিনি সেরা অভিনেত্রী হিসাবে কয়েকদিন আগে জাতীয় পুরস্কারও পেয়েছেন। সেই কৃতী জানালেন তাঁর একটি অভ্যাসের কারণেই তাঁকে করোনা সংক্রমিত করেছিল।
কোন অভ্যাস তাও জানিয়েছেন কৃতী। কৃতী জানিয়েছেন তিনি যাঁদের নিজের খুব কাছের মানুষ মনে করেন। যাঁদের তিনি পছন্দ করেন। তিনি তাঁদের সঙ্গে খাবার ভাগ করে খেতে পছন্দ করেন। সেটা অনেক সময় এঁটোও হতে পারে।
কৃতীর দাবি, সেভাবে খাবার ভাগ করে খাওয়ার অভ্যাস থেকেই তিনি করোনায় আক্রান্ত হন। সে সময় তিনি নিজেকে কোয়ারেন্টিনও করেন। পরবর্তীকালে ক্রমে সুস্থও হয়ে ওঠেন।
তবে তাঁর এই অন্যের খাবার থেকে খাবার খাওয়ার অভ্যাস থেকেই যে তাঁর করোনা হয় তা মেনে নিচ্ছেন কৃতী। অন্তত তিনি এ বিষয়ে নিশ্চিত।
প্রসঙ্গত মিমি সিনেমায় তাঁর অভিনয়ের জন্য কৃতী জাতীয় পুরস্কার পেয়েছেন। তবে সেরা অভিনেত্রীর এই জাতীয় পুরস্কার তাঁকে ভাগ করে নিতে হয়েছে আলিয়া ভাটের সঙ্গে। আলিয়া গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি-র জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা