গুপ্তচর সন্দেহে ধরা পড়া ভারতীয় কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল পাকিস্তান। গত বছর ৩ মার্চ বালুচিস্তানের মাসকেল থেকে তাঁকে গ্রেফতার করে পাক গোয়েন্দারা। পাক সেনার তরফে তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালু হয়। যদিও ভারতের তরফে বারবার জানানো হয়েছে কুলভূষণ যাদব একজন প্রাক্তন নৌসেনা আধিকারিক। তাঁর সঙ্গে গুপ্তচর বৃত্তির কোনও সম্পর্ক নেই। যদিও ভারতের সে সওয়াল কানে তোলেনি পাকিস্তান। সোমবার তাঁকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানের দাবি কুলভূষণ যাদব হুসেন মুবারক প্যাটেল নাম নিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। তিনি ‘র’-এর এজেন্ট বলেও দাবি করে পাক সেনা। যদিও সে দাবি উড়িয়ে দিয়েছে ভারত।
পাল্টা ভারতের তরফে সাফ জানানো হয়েছে যদি পাকিস্তান কোনও সাধারণ আইনের তোয়াক্কা না করে কুলভূষণকে ফাঁসিতে ঝোলায় তবে তা পূর্বপরিকল্পিত হত্যা বলেই ধরে নেবে ভারত সরকার ও ভারতবাসী। কুলভূষণের বিরুদ্ধে যে বিচারপ্রক্রিয়া চলেছে তা হাস্যকর বলেও দাবি করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের দাবি কুলভূষণ যাদবের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তাও ভারতীয় রাষ্ট্রদূতকে জানায়নি ইসলামাবাদ। এ বিষয়ে কথা বলতে ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বসিতকে ডেকে পাঠিয়েছে বিদেশ মন্ত্রক।