প্রাক্তন ভারতীয় সেনা আধিকারিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। পাক সামরিক আদালতের তরফে কুলভূষণকে ‘র’-এর এজেন্ট তকমা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকেই এনিয়ে বিরোধিতা করে আসছে ভারত। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের আধিকারিকদেরও কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। বারবার আবেদন করেও কাজ হয়নি। এরপরই কুলভূষণের ফাঁসি রদ করতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। ভারতের দাবি, কুলভূষণ যে ভারতীয় গুপ্তচর তার কোনও প্রমাণ পাকিস্তানের হাতে নেই। তা সত্ত্বেও তারা কুলভূষণের ফাঁসিতে অনড়। ফলে সুবিচার পেতে ভারত আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়।
সেই মামলায় এদিন দ্যা হেগের আন্তর্জাতিক আদালতে ১১ সদস্যের জিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় কুলভূষণের ফাঁসি আপাতত স্থগিত। ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কুলভূষণের সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে বলেও নির্দেশ দেয় আদালত। আন্তর্জাতিক আদালতের এই রায়ে খুশি ভারত। অন্যদিকে ফের আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের। এদিন ভারতের তরফে সওয়াল করা আইনজীবী হরিশ সালভে জানান, কুলভূষণকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও দেয়নি পাকিস্তানের সেনা আদালত। যা কোনও মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী।