পাক জেলে বন্দি মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের স্ত্রী ও মাকে তাঁর সঙ্গে দেখা করায় সবুজ সংকেত দিল পাক সরকার। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শুক্রবার একথা জানান। আগামী ২৫ ডিসেম্বর মা ও স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন কুলভূষণ। পাক জেলে বন্দি কুলভূষণের স্ত্রী ও মায়ের সঙ্গে থাকবেন ভারতীয় দূতাবাসের এক আধিকারিক। তাঁকেও কুলভূষণের সঙ্গে কথা বলতে দিতে সম্মত হয়েছে পাক সরকার।
৪৭ বছরের কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের তকমা দিয়ে গত এপ্রিল মাসে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ডের সাজা দেয়। এর বিরোধিতা করে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। আন্তর্জাতিক আদালতের নির্দেশে সাময়িকভাবে বন্ধ রাখা হয় কুলভূষণের মৃত্যুদণ্ড। ভারতের তরফে এরপর অনেকবার কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়ার আবেদন জানানো হলেও পাক সরকার তাতে কর্ণপাত করছিল না। একসময়ে এমনও কথা রটে যায় যে কুলভূষণ আর জীবিতই নেই তো কাকে দেখাবে পাকিস্তান। যদিও সেসবের পর অবশেষে কুলভূষণের সঙ্গে দেখা হতে চলেছে তাঁর পরিবারের। দেখা হবে ভারতীয় দূতাবাসের এক আধিকারিকের সঙ্গেও।
এদিকে মৃত্যুদণ্ড ক্ষমা করার আবেদন জানিয়ে আগেই একটি চিঠি পাক সেনা প্রধান চিফ জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে পাঠিয়েছেন কুলভূষণ। যার কোনও উত্তর সেনা প্রধান এখনও দেননি।