গান সবাই ভালবাসেন। আর শিল্পী যদি হন কুমার শানু তাহলে তো কথাই নেই। কিন্তু গান গাওয়ার জন্য সেই কুমার শানুই জড়িয়ে গেলেন পুলিশি অভিযোগের জটিলতায়। এমনটাই ঘটেছে বিহারের মুজফ্ফরপুরের একটি অনুষ্ঠানে। অভিযোগ, রাত ১০টার পরেও তীব্র শব্দে গান বাজাচ্ছিলেন উদ্যোক্তারা। স্টেজে ছিলেন কুমার শানু। তীব্র শব্দে অসুবিধা হয় স্থানীয় মানুষের। অতিষ্ঠ হয়ে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। যার কোপ গিয়ে পড়ে প্রকারান্তরে কুমার শানুর উপরও। শোনা যাচ্ছে উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি কুমার শানুর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
জানা যায়, রাত ১০টার পরেও মুজফ্ফরপুরের একটি স্কুল চত্বরে হওয়া জলসায় কুমার শানু স্টেজে গান করছিলেন। লাউড স্পিকারে তা তীব্র শব্দে ছড়িয়ে পড়ছিল সর্বত্র। তাতেই অসুবিধার মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাত ১০টা পর্যন্ত জলসায় মাইক বাজানোয় ছাড় দেওয়া হয়। কিন্তু তার পরেও উদ্যোক্তারা মাইকে গান বাজাচ্ছিলেন। নিয়ম লঙ্ঘন করায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।