দেড় মাস ধরে চলা কুম্ভমেলা মহাশিবরাত্রির দিন শেষ হচ্ছে। সোমবারই শেষ হচ্ছে প্রয়াগরাজের কুম্ভমেলা। মহাশিবরাত্রি উপলক্ষে এদিন ছিল এবারের কুম্ভে বিশেষ স্নান পর্ব। ১৫ জানুয়ারি মকরসংক্রান্তির দিন শাহী স্নান দিয়েই শুরু হয়েছিল কুম্ভমেলা। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে কুম্ভ মেলায় প্রতিদিনই হয়েছে পুণ্যস্নান। তবে পুণ্যতিথিগুলিতে হয়েছে শাহী স্নান ও বিশেষ স্নান। শাহী স্নান ও বিশেষ স্নানের দিনগুলিতে কুম্ভে কোটির ওপর পুণ্যার্থীর ভিড় হয়েছে।
১৫ জানুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলা এই কুম্ভমেলায় ৩টি শাহী স্নান হয়েছে। ১৫ জানুয়ারি হয়েছে মকরসংক্রান্তির স্নান। এটা ছিল প্রথম শাহী স্নান। দ্বিতীয় শাহী স্নান হয় ৪ ফেব্রুয়ারি মৌনী অমাবস্যার দিন। তৃতীয় শাহী স্নান হয় ১০ ফেব্রুয়ারি। ওইদিন ছিল বসন্ত পঞ্চমী তিথি। এছাড়া ৩টি বিশেষ স্নান হয়েছে। বিশেষ দিনে হয়েছে এই স্নান। প্রথমটি ২১ জানুয়ারি হয়েছে পৌষ পূর্ণিমার দিন। দ্বিতীয়টি হয়েছে ১৯ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন। তৃতীয়টি সোমবার হয়েছে। কুম্ভের শেষ দিনে। মহাশিবরাত্রির স্নান।
ত্রিবেণী সঙ্গমে স্নান করে পুণ্য অর্জনের আশায় যেমন বহু মানুষ কুম্ভ মেলায় ছুটে এসেছেন। তেমনই অনেকে এসেছেন দেশের তথা বিশ্বের সবচেয়ে বড় মেলাটা কেমন দেখতে। বিদেশ থেকে বহু পর্যটক এসেছেন এখানে। স্নানও করেছেন। কয়েক মাসের সন্তানকেও বাবা-মা ডুব দিইয়েছেন ত্রিবেণীতে। আবার শতবর্ষ ছুঁই ছুঁই বৃদ্ধও কষ্ট সহ্য করে এখানে এসেছেন ডুব দিতে। কুম্ভ শুধুই তাই এক পুণ্য অর্জনের স্থান নয়, এক মহা মিলন ক্ষেত্রও বটে। যা এদিন শেষ হল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)