মহাকুম্ভে রাজকীয় বন্দোবস্ত, থাকতে পারবেন রাজার হালে
প্রয়াগরাজে মহা কুম্ভমেলা মানেই ধুধু প্রান্তরে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। তারমধ্যেও কেউ চাইলে পেতে পারেন বর্ধিষ্ণু হোটেলের মত সুযোগ সুবিধা। বুকিং পদ্ধতিটা সহজ।
ভারতের বুকে হওয়া মহা কুম্ভমেলা অবশ্যই সারা বিশ্বের অন্যতম আকর্ষণ। এবার যে কুম্ভমেলা হতে চলেছে তা প্রতি ১২ বছরে একবার আসে। যাকে মহা কুম্ভমেলা বলা হয়। এবার প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের সুযোগ এসেছে মানুষের কাছে।
মহা কুম্ভমেলা মানে কোটি কোটি মানুষের জমায়েত। নারী পুরুষ নির্বিশেষে, বয়সের বাধ না মেনে মানুষ ছুটে আসেন পুণ্যের আশায়। এত মানুষের জমায়েতে সবচেয়ে বড় সমস্যা থাকা খাওয়ার সুবন্দোবস্ত।
শীতের দিনে খোলা আকাশের নিচেও হাজার হাজার মানুষকে শুতে হয়। সারাদিন কাটাতে হয়। খাবার সংগ্রহ করতেও যথেষ্ট বেগ পেতে হয়। সেই সঙ্গে বাথরুম পাওয়াও একটা বড় কথা। এ মেলা প্রাঙ্গণে অবশ্য দীন দরিদ্র থেকে ধনী সবাই মিলেমিশে একাকার হয়ে যান।
তবে এবার ‘মহাকুম্ভ গ্রাম’ তৈরি হয়েছে। এখানে মিলবে আন্তর্জাতিক মানের সুপার ডিলাক্স টেন্ট। পেতে পারেন ভিলাও। টেন্ট বা ভিলায় থাকছে এলাহি বন্দোবস্ত।
সুন্দর বিছানা, নিজস্ব বাথরুম, ঠান্ডা গরম জল, টিভি, ব্যক্তিগত বসার জায়গা, এয়ার ব্লোয়ার, নানা ধরনের খাবার ব্যবস্থা এবং আরও নানা সুযোগ সুবিধা। এখানে থাকলে সঙ্গমে স্নানের জন্য যেতে হবে সাড়ে ৩ কিলোমিটার পথ।
এই মহাকুম্ভ গ্রাম তৈরিই করা হয়েছে বর্ধিষ্ণু বন্দোবস্ত নিয়ে। যেখানে টেন্ট বা ভিলা নিতে খরচ করতে হবে দিন পিছু ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা।
১০ জানুয়ারি থেকে এখানে থাকার অনলাইন বুকিং শুরু হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তা বজায় থাকবে। আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে অনলাইনে বুক করা যাবে এই টেন্ট বা ভিলা। মহাকুম্ভ অ্যাপে রয়েছে এ বিষয়ে নানা তথ্যও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা