রাত পার হওয়ার অপেক্ষা। তারপরই শুরু হবে শাহি স্নান। মকরসংক্রান্তির ভোর থেকেই লাখো পুণ্যার্থী প্রয়াগের জলে ডুব দেবেন পুণ্যলাভের আশায়। তার আগে কুম্ভ মেলা প্রাঙ্গণে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমেছে। সুরক্ষা বন্দোবস্তও সাজানো। এর মাঝেই ঘটে গেল দুর্ঘটনা। ছড়াল আতঙ্ক। কুম্ভমেলা প্রাঙ্গণে দিগম্বর আখড়ায় এদিন সকালে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আখড়ার ছাউনি। কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ঢেকে দেয়। দ্রুত সেখানে হাজির হন দমকল কর্মীরা। তাঁদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিভতে নিভতে দিগম্বর আখড়ার প্রায় পুরোটাই পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও পরিস্কার নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা গ্যাস সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ড। কারণ আগুন লাগার আগেই একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
ঘটনায় কুম্ভমেলা চত্বর জুড়েই আতঙ্ক ছড়ায়। বহু মানুষের সমাগম। ফলে পুলিশও তৎপর হয়। যাতে আতঙ্ক ছড়িয়ে কোনও অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়। এদিকে আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি হলেও কোনও মানুষের হতাহতের খবর নেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)