
মা অসুস্থ। হাসপাতালে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক। তাই অসুস্থ মাকে দেখতে সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার কুণাল ঘোষকে ২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিচ্ছে আদালত। মানবিকতার কথা মাথায় রেখেই এই মুক্তি বলে জানিয়েছে আদালত। আগামী বৃহস্পতিবার কুণাল ঘোষকে ২ ঘণ্টার জন্য হাসপাতালে যেতে দেওয়া হবে। সংশোধনাগার থেকে হাসপাতাল ও ফের সংশোধনাগারে ফিরিয়ে আনার পুরো বন্দোবস্তই করতে হবে জেল কর্তৃপক্ষকে। এমনই নির্দেশ দিয়েছে আদালত। আদালত আরও জানিয়েছে সূর্য ডোবার আগেই কুণাল ঘোষকে ফের সংশোধনাগারে ফিরিয়ে আনতে হবে।