National

চিটফাণ্ড কাণ্ডে যুক্ত অনেক ব্যক্তি এখনও বাইরে রয়েছেন, দাবি কুণাল ঘোষের

এখনও এমন অনেক ব্যক্তি রয়েছেন যাঁরা চিটফাণ্ড কাণ্ডে যুক্ত। কিন্তু তাঁরা বাইরে রয়েছেন। তদন্তের আওতার বাইরে রয়েছেন। গ্রেফতারির আওতার বাইরে রয়েছেন। মঙ্গলবার শিলংয়ে এমনই দাবি করলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তাঁর দাবি, তিনি যথাসম্ভব সিবিআইকে সব উত্তর দিয়ে তদন্তে সাহায্য করার চেষ্টা করছেন।

Kunal Ghosh
শিলংয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি কুণাল ঘোষ, ছবি – আইএএনএস

সারদা চিটফাণ্ড কাণ্ডে ২০১৩ সালে কুণাল ঘোষ গ্রেফতার হন। ২০১৬ সালে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। শিলংয়ে সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার সময় কুণাল ঘোষকে ডেকে পাঠানো হয়। ২ জনকে সামনাসামনি বসিয়েও জেরা করেন সিবিআই আধিকারিকরা।


Rajeev Kumar
শিলংয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি রাজীব কুমার, ছবি – আইএএনএস

মঙ্গলবার কুণালবাবু দাবি করেন, আগে তাঁর যেসব অভিযোগ কুমার অস্বীকার করেছিলেন, সেগুলি এখন তিনি মন দিয়ে শুনছেন। এই জিজ্ঞাসাবাদে এটা ভাল হয়েছে। এভাবে জিজ্ঞাসাবাদ পর্ব অনেক আগেই হওয়া উচিত ছিল। এমন জিজ্ঞাসাবাদ হতে অনেক দেরি হয়েছে। কুণাল ঘোষ বলেন, তাঁকে এবং রাজীব কুমারকে সিবিআই আলাদা আলাদা করেও তদন্তে উঠে আসা অনেক বিষয় নিয়ে প্রশ্ন করে। তাঁর দেওয়া উত্তরের ভিত্তিতে রাজীব কুমারকে কাউন্টার প্রশ্ন করেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button