Entertainment

এবার খোলাখুলিই বাবার দিকে আঙুল তুললেন বিখ্যাত অভিনেত্রী

এবার প্রকাশ্যেই নিজের বাবার দিকে আঙুল তুললেন তিনি। তিনি যে আজও সেসব দিনের কথা ভুলতে পারেননি তাও খোলাখুলি জানালেন। বাবার কাণ্ড আজও মনে আছে তাঁর।

তাঁর তখন ৮ বছর বয়স। সেইসময় থেকে বাইরের কেউ নয়, নিজের বাবার কাছ থেকেই অপব্যবহারের শিকার হতে হয়েছে তাঁকে। আর তা চলেছে তাঁর ১৪ বছর বয়স পর্যন্ত। তারপরেও তাঁর বাবা নিজের এই অন্যায় আচরণ থামায়নি।

তবে তাঁর যখন ১৫ বছর বয়স তখন আর তিনি সহ্য করতে পারেননি। রুখে দাঁড়ান। সহ্যের সীমা তাঁর তখন পার হয়ে গেছে। তাই বাবা তাঁর সঙ্গে কিছু করতে এলেই তিনি রুখে দাঁড়াতেন।


এমনভাবে ১ বছর চলেছিল। তাঁর যখন ১৬ বছর বয়স তখন তাঁর বাবা পরিবারকে ছেড়ে চলে যায়। তবে যতদিন বাড়িতে পরিবারের সঙ্গে ছিল ততদিন তাঁর মাকে বাবার হাতে অকথ্য মারধর খেতে দেখেছেন তিনি। তবু তাঁর মায়ের চোখে পতি পরম গুরু হয়েই থেকে গিয়েছিল।

এদিকে বাবা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সেই অমানুষিক অত্যাচার হয়তো থেমেছিল কিন্তু তখন অন্য এক চ্যালেঞ্জ সামনে এসে পড়েছিল। তখন তাঁরা বুঝে উঠতে পারছিলেন না পরের বেলা খাবেন কি? কারণ সে পয়সাও তাঁদের কাছে ছিলনা।


এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী খুশবু সুন্দর। দ্যা বার্নিং ট্রেন সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় জীবন শুরু। তারপর অনেক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

যার মধ্যে রয়েছে নসিব, লাওয়ারিস, কালিয়া, দর্দ কা রিস্তা, বেমিসাল। তবে খুশবু সুপারস্টার হয়ে ওঠেন দক্ষিণী সিনেমার হাত ধরে। শতাধিক তামিল সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সেই খুশবু-র অভিনয় জীবনে ভাটা পড়ার পর তিনি রাজনীতিকে বেছে নেন। সফল রাজনীতিবিদও হয়ে ওঠেন। ডিএমকে-তে যুক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু করার পর ২০১৪ সালে তিনি ডিএমকে ছেড়ে কংগ্রেসে যোগ দেন।

তারপর ২০২০ সালে সেই কংগ্রেসও ছেড়ে বিজেপি-তে যোগ দেন খুশবু। জাতীয় মহিলা কমিশনেও তিনি সদস্য হিসাবে রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button