থাইল্যান্ডের পর এবার কুয়েত। ফের ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৫ জন শ্রমিকের। মৃতদের মধ্যে ৭ জন ভারতীয়, ৫ জন মিশরীয় এবং ৩ জন পাকিস্তানি। সূত্রের খবর, রবিবার রাতে কুয়েতের দক্ষিণাঞ্চলের বুর্গান তৈলক্ষেত্রের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় ২টি বাসের। বাস ২টির একটিতে ছিলেন বেশ কয়েকজন তেল কর্মী। তাঁরা সকলেই বুর্গান তৈলক্ষেত্রে কাজ করতেন। রবিবার বাসে করে কয়েকজন শ্রমিক তাঁদের কর্মস্থলে যাচ্ছিলেন। তৈলখনি অঞ্চল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উল্টো দিক ঠেকে আসা একটি বাসের মুখোমুখি পড়ে যায় শ্রমিকবাহী বাসটি।
দুর্ঘটনার জেরে ভারত, পাকিস্তান এবং মিশরের নাগরিক মোট ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ১ ভারতীয় শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক বাস দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছে বুর্গান তৈলখনি কর্তৃপক্ষ।