ক্ষুদ্রতম বিবাহ, ৩ মিনিটের মধ্যে বিয়ে হয়ে বিবাহবিচ্ছেদও হয়ে গেল
এত ছোট্ট সময়ের জন্য বিয়ে কেউ দেখেছেন কি? মাত্র ৩ মিনিটের ব্যবধানে বিয়ে হল। তারপর বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিবাহবিচ্ছেদও হয়ে গেল।
বিবাহ সারাজীবনের বন্ধন। এক নারী ও পুরুষের দীর্ঘ পথচলার সামাজিক অঙ্গীকার। সেই বিয়ে যে এমন অতি ক্ষুদ্র সময়ের হতে পারে তা কারও ধারনা ছিলনা। ধারনা হল একটি বিয়েকে সামনে রেখে।
পাত্রপাত্রীর সঙ্গে হাজির ছিলেন নিকট আত্মীয়, বন্ধুবান্ধব। আদালতে আইন মেনে বিয়ে হচ্ছিল। সব কিছু খুব সুন্দর এগোচ্ছিল। বিয়ে হয়। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সেই আদালত কক্ষ থেকে সদ্য দম্পতি একসঙ্গেই বার হচ্ছিলেন। তখনই ঘটে ঘটনাটা।
আচমকা হোঁচট খেয়ে পড়ে যান নববধূ। যা দেখে তাঁকে সাহায্য করা দূর, গঞ্জনা করে বসেন বর। তাঁকে স্টুপিড বলে সম্বোধন করেন। সবে বিয়ে হয়েছে। আদালত থেকেও বার হননি। হোঁচট কেউ শখ করে খায়না। নিছক দুর্ঘটনা।
সেখানে সারাজীবন যাঁর সঙ্গে কাটাতে চাইছেন তিনি কিনা বিয়ের পরেই স্টুপিড বলে কথা শোনালেন। এটা মেনে নিতে পারেননি নববধূ। তিনি উঠে সোজা ফের হাজির হন বিচারকের সামনে। সাফ জানান এ বিয়ে যেন তিনি ভেঙে দেন। বিবাহবিচ্ছেদে অনুমতি দেন।
তখনও ৩ মিনিট হয়নি বিয়ের। কিন্তু বিচারক ওই মহিলার কথায় না করেননি। তিনিও রাজি হয়ে যান। ৩ মিনিটের মধ্যে বিবাহবিচ্ছেদটাও হয়ে যায়। তাও আইন মেনে।
ঘটনাটি ঘটেছে কুয়েতে। সে দেশে এটাই নাকি অদ্যাবধি ক্ষুদ্রতম বিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি।