দুর্গাপুজো শেষের ক্লান্তি ভুলে মঙ্গলবার ফের যেন নতুন উদ্যমে জেগে উঠেছে গোটা রাজ্য। কলকাতাতেও একই ছবি। রাত পোহালেই লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে বাঙালি। ভাঙা পুজো প্যান্ডেলগুলোতে ইতিমধ্যেই একটি নতুন জায়গা সাজানো হয়েছে লক্ষ্মী প্রতিমা রাখার জন্য। জ্বলে উঠেছে আলো। প্রতিবছরের মত এবারও দুর্গাপুজোর প্যান্ডেলে কোজাগরী লক্ষ্মীপুজো করছে বারোয়ারিগুলি।
অন্যদিকে বহু পরিবারেই কোজাগরী লক্ষ্মীপুজোর চল আছে। ফলে সেসব পরিবারের বিকেল নামতেই শুরু হয়েছে কেনাকাটার তোড়জোড়। প্রতিমা কেনা থেকে ফুল, ফল কেনা। সঙ্গে বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় কাঁচা আনাজ, চাল, ডাল, নুন, তেল। আর এই বাজার করতে গিয়েই ফের হাতে ছেঁকা খেতে হয়েছে আপামর মধ্যবিত্ত বাঙালিকে। অভ্যাস আছে অবশ্য। কারণ বাজারে আগুন লাগে প্রতি পুজোর আগেই। লক্ষ্মীপুজো তার ব্যতিক্রম নয়।
এবার প্রতিমার দাম যে বিশাল বেড়েছে তেমন নয়। তবে কিছুটা বেড়েছে। তবে আনাজপাতির দাম আকাশ ছোঁয়া। কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়েছে দাম। পুজোর উপকরণের দামও বেড়েছে। তবে এ বাঙালির কাছে নতুন কিছু নয়। যতই বাজেট পার করুক না কেন, বছরে তো একটাই দিন! সেই দিনটায় সবকিছু গুছিয়ে করায় খামতি রাখতে রাজি নন কেউই। তাই মঙ্গলবার সন্ধেয় প্রতি বাজারেই উপচে পড়া ভিড় নজর কেড়েছে।