National

জেলে গৃহকর্তা, বাড়িতে বন্ধ মকরসংক্রান্তির খাওয়া দাওয়া

পরম্পরা ভেঙে এবার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বাড়িতে হচ্ছে না মকরসংক্রান্তির উৎসব। মকরসংক্রান্তি উপলক্ষে লালুপ্রসাদের বাড়িতে মহাভোজের আয়োজন বিহারে সুপ্রসিদ্ধ। কিন্তু এবার পশুখাদ্য কেলেঙ্কারিতে এখন জেলবন্দি লালুপ্রসাদ। জামিন চেয়ে আবেদন করেও মেলেনি জামিন। আদালত তা নাকচ করে দিয়েছে। ফলে মকরসংক্রান্তিটা তাঁর বাড়ি আসা হচ্ছে না। রাঁচির হাসপাতালে চিকিৎসাধীন লালুপ্রসাদ। গৃহকর্তাই অনুপস্থিত। এই অবস্থায় বাড়িতে এবার কোনও মকরসংক্রান্তির মহাভোজের আয়োজন করছে না লালুর পরিবার।

একইভাবে মকরসংক্রান্তি পালন করছে না তাঁর দলও। নেতা না থাকায় তাদেরও মন খারাপ। তাই হয়তো স্থগিত থাকছে তাদের ‘চিঁড়ে-দই’ উৎসব পালনও। প্রসঙ্গত বিহারে মকরসংক্রান্তির সময় চিঁড়ে-দই ঘরে ঘরে খাওয়া হয়ে থাকে।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button