বৃহস্পতিবার ২৪ ঘণ্টার বন্ধে বিক্ষিপ্ত অশান্তির আঁচ ছড়াল বিহারে। নীতীশ কুমার সরকারের বালি খাদান নীতির বিরোধিতায় ২৪ ঘণ্টার রাজ্য জুড়ে বন্ধের ডাক দেন লালুপ্রসাদ যাদব। আরজেডি সুপ্রিমোর দাবি, এই নীতির ফলে বহু শ্রমিক কাজ হারাবেন। রুটিরুজি ধাক্কা খাবে। বৃহস্পতিবার আবার বিহার জুড়ে মহা সমারোহে পালিত হয় শিখদের বিশেষ ধর্মীয় উৎসব ‘শুক্রানা সমারোহ’। তাঁদের সেই উৎসবের পথে আরজেডি-র ডাকা বন্ধ বিঘ্ন হয়ে দাঁড়াবে না বলে প্রতিশ্রুতি দেন লালু।
বন্ধ সার্থক করতে বৃহস্পতিবার সকাল থেকেই বিহারের বিভিন্ন জায়গায় পথ অবরোধ, অগ্নিসংযোগের ছবি ধরা পড়ে। অনেক জায়গায় রেল অবরোধ করা হয়। বন্ধে প্রভাব পড়ে শহর ও গ্রামে। যান চলাচল বিঘ্নিত হয়। দোকানপাটও অনেক জায়গায় খোলেনি। বেআইনি বালি খাদান নিয়ে বিহার সরকারের আনা নয়া নীতির কারণে বহু শ্রমিক কাজ হারাবেন বলে দাবি করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। খেটে খাওয়া মানুষের কথা না ভেবে জোর করে অনৈতিক নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।