রাঁচির বিশেষ সিবিআই আদালতে বুধবার সকাল থেকেই ছিল সাজ সাজ রব। আদালত চত্বর মুড়ে দেওয়া হয় কড়া নিরাপত্তার বেষ্টনী দিয়ে। সকাল ১১টা নাগাদ নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে আদালতে নিয়ে আসা হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে। বুধবার ছিল তাঁর সাজা ঘোষণার দিন। গত বছর ২৩ ডিসেম্বর পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় দেওঘর ট্রেজারি থেকে পশুখাদ্য কেনার জন্য সরকারি বরাদ্দের ৮৪.৫ লক্ষ টাকা বেআইনিভাবে তুলে নেওয়ার অভিযোগ দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ যাদবসহ ১৬ জন। বুধবার ছিল তাঁদের সাজা ঘোষণার দিন। কিন্তু আইনজীবী বিন্ধেশ্বরী প্রসাদের মৃত্যুতে বুধবার বন্ধ করে দেওয়া হয় আদালতের কাজকর্ম। তাই একদিন পিছিয়ে দেওয়া হয় সাজা ঘোষণার দিন। আগামী বৃহস্পতিবার সাজা ঘোষণা করবে আদালত।
এদিকে খারাপ সময় পিছু ছাড়ছে না রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমোর। আদালতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে আগামী ২৩ জানুয়ারি লালুপ্রসাদ যাদবকে ডেকে পাঠিয়েছে বিশেষ আদালত। তবে লালুপ্রসাদ একা নন, একই অভিযোগে তলব করা হয়েছে লালুপুত্র তেজস্বী যাদব, রাষ্ট্রীয় জনতা দলের নেতা মনোজ ঝা ও রঘুবংশপ্রসাদ সিংকেও। যদিও এসব বিজেপির ষড়যন্ত্র বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্তেরা।