পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও দোষী সাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সোমবার রাঁচির বিশেষ সিবিআই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। তবে চতুর্থ মামলাতে রেহাই মিলেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রর। পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলাতেও ছাড় পান তিনি। কিন্তু পরপর ৪টি মামলাতেই দোষী সাব্যস্ত হলেন লালুপ্রসাদ। দুমকা ট্রেজারি থেকে বেআইনিভাবে সাড়ে ৩ কোটি টাকা তুলে নেওয়ার মামলায় এদিন লালুপ্রসাদ ছাড়া আরও ১৮ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। যাদের মধ্যে অনেক রাজনীতিবিদ ও প্রাক্তন আমলা রয়েছেন। তবে এদিন কারও সাজা ঘোষণা হয়নি। দোষী সাব্যস্ত হওয়ার পর সাজা ঘোষণা হবে মার্চের ২১, ২২ ও ২৩ তারিখ শুনানি হওয়ার পর।
ইতিমধ্যেই দ্বিতীয় ও তৃতীয় পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় জেলবন্দি লালুপ্রসাদ যাদব। এবার চতুর্থ মামলায় কী সাজা হয় সেদিকে চেয়ে তাঁর পরিবার, দল ও গোটা বিহারবাসী। এদিকে সোমবারের সিবিআই বিশেষ আদালতের রায়কে নীতীশ কুমার ও বিজেপির যোগসাজশ বলে ক্ষোভ উগরে দিয়েছেন আরজেডি নেতৃত্ব। প্রসঙ্গত এখনও পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত আরও একটি মামলার রায় ঘোষণা বাকি।