কানাডা, ফ্রান্সের পর সন্ত্রাসের শিকার লাস ভেগাস। লাস ভেগাসের মানডালা বে ক্যাসিনোর সামনে চলছিল সঙ্গীত উৎসব। সেখানেই আচমকা এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। গুলিবিদ্ধ হয়ে একের পর এক লুটিয়ে পড়তে থাকেন দর্শকরা। শুরুই হয় প্রাণ বাঁচাতে ছুট। ইতিমধ্যেই গুলিতে ৫৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৫২৭ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অধিকাংশের দেহেই একাধিক গুলি লেগেছে। পুলিশ জানিয়েছে, মানডালা বে হোটেলের ৩২ তলা থেকে গুলিবর্ষণ শুরু করে বন্দুকবাজ। বেশ কয়েক মিনিট গুলি চালানোর পর সেখানেই সে নিজেকে গুলি করে হত্যা করে। বন্দুকবাজের নাম স্টিফেন প্যাডক। বয়স ৬৪। স্থানীয় বাসিন্দা। তবে তার সঙ্গে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের যোগ নেই বলেই দাবি করেছে পুলিশ। যদিও কেন সে একাজ করল তা এখনও পরিস্কার নয় পুলিশের কাছে। ইতিমধ্যেই গান চলাকালীন গুলি চালানোর সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে তা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। স্থানীয় সূত্রের খবর, যে অনুষ্ঠানটি চলছিল সেখানে ৪০ হাজারের মত দর্শক ছিলেন।
কানাডার এডমান্টনে গত শনিবার গাড়ি নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পরে একজন। এতে আহত হন বেশ কয়েকজন। তার আগে পুলিশের ওপর ছুরি নিয়ে হামলার ঘটনাও ঘটে। পরদিন গত রবিবার ফ্রান্সের মার্সেই শহরের সাঁ শার্ল স্টেশনে এক আততায়ীর ছুরির কোপে মৃত্যু হয় ২ মহিলার। তারপর এদিন লাস ভেগাসের ঘটনায় ফের সন্ত্রাসের আতঙ্ক ছড়াল।