তাঁর মত সুন্দরী জীবনে দেখেনি পুলিশ, তাই অন্য উদ্দেশ্যে গ্রেফতার, দাবি তরুণীর
তাঁর মত সুন্দরী তরুণী পুলিশ কখনও দেখেনি। তাই তাঁকে তারা গ্রেফতার করে। আসলে উদ্দেশ্য ছিল অন্য। এমনই দাবি করলেন এক তরুণী।
তাঁর ছবি বিভিন্ন বিমানবন্দরেই পাঠানো হয়েছিল। নজর রাখা হচ্ছিল তাঁকে দেখা যায় কিনা। এমন সময় লাগেজ নেওয়ার জায়গায় তাঁকে দেখতে পান সুরক্ষাকর্মীরা। দ্রুত তাঁরা সেখানে হাজির হন। ঘিরে ফেলেন তরুণীকে। তারপর তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ তাঁকে গ্রেফতার করতেই ওই তরুণী সাফ জানান, আসলে পুলিশ তাঁর মত সুন্দরী মহিলা কখনও দেখেনি। তাই তাঁকে ভোগ করার জন্য তাঁকে গ্রেফতার করেছে তারা।
অপরূপা সুন্দরী বলেই তাঁকে এভাবে পুলিশ গ্রেফতার করল। পুলিশের গায়ে থুতু ছিটিয়ে দেওয়ার ভয়ও দেখান ২৮ বছরের ওই তরুণী।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী বিমানবন্দরের একটি রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করে বিল না মিটিয়েই পালিয়ে যান। সেজন্য তাঁর ছবি দিয়ে কোন বিমানবন্দরে তিনি নামছেন তার খোঁজ শুরু হয়।
সে সময় মার্কিন মুলুকের লাস ভেগাস বিমান বন্দরের লাগেজ নেওয়ার জায়গায় তাঁকে দেখতে পাওয়া যায়। এরপর তাঁকে ধরতে গেলে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে অভব্যতা করেন। তাই তাঁর বিরুদ্ধে শুধু রেস্তোরাঁর বিল মেটানোই ময়, এবার পুলিশের সঙ্গে অভব্যতার ধারাও যুক্ত হয়েছে।
পরে ওই তরুণী অবশ্য জামিন পেয়েছেন। কিন্তু সব কিছু ছাপিয়ে এখন আলোচ্য একটাই। সেটা তাঁর সেই দাবি, যেখানে তিনি জানিয়েছেন তাঁর মত সুন্দরী পুলিশ আধিকারিকরা এর আগে কখনও দেখেননি।