World

রাতের আকাশে ব্যাঙাচি, ভিনগ্রহী ভেবে অবাক শহরবাসী

রাতের আকাশের দিকে অনেকের চেয়ে থাকার অভ্যাস থাকে। তাঁদের অনেকের চোখে পড়েছে এটি। কেউ কেউ রাতের আকাশে ব্যাঙাচির ছবিও তুলেছেন।

রাতের আকাশে তারাদের দিকে তাকিয়ে থাকা অনেকেই পছন্দ করেন। অনন্ত মহাশূন্যের অসীম বিস্তার মানুষকে এক অন্য অনুভূতি দেয়। সেই রাতের আকাশের দিকেই চেয়েছিলেন অনেকে। কেউ কেউ ছবিও তুলছিলেন নিজের মত। তাঁদেরই নজরে পড়ল এক আজব দৃশ্য।

একটি উজ্জ্বল আলো। সে আলো বেশ কিছুটা এগিয়ে গিয়ে ২টো ভাগে ভাগ হয়ে তারপর ফের একটা জায়গায় গিয়ে জোড়া লেগে গেল। কেমন যেন ধোঁয়ার মত ছড়িয়ে পড়ল কালো আকাশটার বুকে।


আকাশের বুকে যেন এক ব্যাঙাচি লাফিয়ে গেল। এ কি কাণ্ড! এ কি দৃশ্য দেখলেন তাঁরা! কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলেননা লাস ভেগাসের বাসিন্দারা। অনেকেই মনে করছিলেন যা তাঁরা দেখলেন তা এ গ্রহের বিষয় নয়। এ ভিনগ্রহীদের কাজ। তাদের কোনও যান হতে পারে।

এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন তাঁরা জানতে পারেন ওই আলোর উৎস রহস্য। জানতে পারেন ওটা আসলে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট। যা স্টারলিঙ্ক কৃত্রিম উপগ্রহগুলি নিয়ে আকাশে পাড়ি দিয়েছিল।


সেটাই ওভাবে আকাশ জুড়ে আলোর আজব খেলা তৈরি করে। দেখতে ঠিক ব্যাঙাচির মত। লাস ভেগাসের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিষয়টি নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢালতে বিষয়টি ঠিক কি তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সকলকে জানিয়ে দেয়। এতে ভিনগ্রহী কাণ্ড নিয়ে যে জল্পনার অবকাশ তৈরি হয়েছিল তা বেশি দূর এগোতে পারেনি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button