World

সন্ধের আকাশে সাদা লম্বা রেখা, শহর জুড়ে কৌতূহল

একটা সাদা লম্বা রেখা। একটি উজ্জ্বল সাদা মত কিছু এগিয়ে যাচ্ছে। কি ওটা। গোটা শহর জুড়ে দেখামাত্র শুরু কৌতূহল।

সন্ধে নেমেছে কিছুক্ষণ হয়েছিল। বিখ্যাত শহরে তখন আলো জ্বলেছে। সন্ধের অন্ধকার আকাশের বুকে সে সময় শহরবাসীর অনেকের একটা দৃশ্য নজর কাড়ে। একটা সাদা উজ্জ্বল বিন্দু এগিয়ে যাচ্ছে। আকাশের বুক চিরে একটি সাদা রেখাও নজর কাড়ে তাঁদের।

নিমেষে শুরু হয়ে যায় জল্পনা। তবে কি ভিনগ্রহীদের যান ওটা! যাকে বলা হয় আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও! তবে কি ভিনগ্রহীরা পৃথিবীর খুব কাছে এসেছে?


নানা জল্পনা শহর জুড়ে ঘুরপাক খেতে থাকে। সেই ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকে বিশ্বাসও করে ফেলেন যে ওটা ভিনগ্রহীদের যান। তবে সত্যটা সামনে আসে তার পরেই।

এই দৃশ্য আমেরিকার লাস ভেগাস শহরের মানুষের মধ্যে যে জল্পনার উস্কানি দিয়েছিল তা নিভে যায় সময়ের মিলে। লাস ভেগাসের মানুষ আকাশে ওই আলো দেখতে পান সন্ধে ৬টার পর।


আর ঠিক সন্ধে ৬টা ৯ মিনিটে সেখান থেকে কিছু দূরের একটি লঞ্চপ্যাড থেকে আকাশে উড়ে গিয়েছিল স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট। ২৩টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেওয়া সেই ফ্যালকনকেই রাতের আকাশে ভুল করে ভিনগ্রহীদের যান ভেবে বসেছিলেন লাস ভেগাসবাসী।

যা পরে বিভিন্ন টিভি চ্যানেলেও দেখানো হয়। ভুল ভাঙা হয় সাধারণ মানুষের। প্রসঙ্গত আকাশে অদ্ভুত কিছু দেখলে অনেকেই কিন্তু তাকে ভিনগ্রহীদের যান বলে অনেক সময়েই চমকিত হয়ে থাকেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button