মন্দির শহরে চিরদিনের হতে চলেছে লতা মঙ্গেশকরের নাম
দেশের মন্দির শহরে চিরদিনের হতে চলেছে ভারতরত্ন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের নাম। যা আগামী ১৫ দিনের মধ্যেই নিশ্চিত হতে চলেছে।
গত ৬ ফেব্রুয়ারি প্রয়াত হন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। এবার তাঁর নাম জুড়ে যেতে চলেছে ভারতের অন্যতম মন্দির শহর অযোধ্যার সঙ্গে।
অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ চলছে জোরকদমে। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই শহরের অন্যতম একটি রাস্তার মোড়কে চিহ্নিত করতে বলেছেন। অযোধ্যা প্রশাসনকে এই চিহ্নিতকরণের কাজ দেওয়া হয়েছে।
১৫ দিনের মধ্যে অযোধ্যা শহরের অন্যতম মোড়ের খোঁজ করে সেই প্রস্তাব সরকারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য ১৫ দিন হয়তো লাগবে না। কারণ ইতিমধ্যেই একটি মোড়কে চিহ্নিত প্রায় করেই ফেলেছে অযোধ্যা পুরসভা।
অযোধ্যায় রাম জন্মভূমি যাওয়ার প্রধান রাস্তা যে মোড় হয়ে এগোবে সেই মোড়কেই লতা মঙ্গেশকরের নামে করার কথা ভাবা হচ্ছে। সেই সিদ্ধান্ত অনেকটাই পাকা।
ফলে ১৫ দিন নয় ১০ দিনের মধ্যেই সেই প্রস্তাব রাজ্যসরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে মনে করছেন অযোধ্যার মেয়র।
এদিকে ভক্তিমূলক অনেক গানই লতা মঙ্গেশকরের কণ্ঠে রয়েছে। ভগবান রাম ও হনুমানকে নিয়ে তাঁর যে গানগুলি রয়েছে তা অযোধ্যা শহরে বাজানোর বন্দোবস্ত করা হচ্ছে।
সেগুলি আগামী দিনে শহরে বাজবে। ফলে অযোধ্যার মত দেশের একটি অন্যতম শহরে কার্যত অক্ষয় হতে চলেছে লতা মঙ্গেশকরের নাম। তাঁর গান এখানে আগত ভক্ত, পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা সকলকেই মুগ্ধ করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা