
জলের ট্রেন পাঠানোর জন্য লাতুর জেলা প্রশাসনের কাছে ৪ কোটি টাকার বিল পাঠাল ভারতীয় রেল। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মত প্রবল গরম আর জলকষ্টে ভুগছে মহারাষ্ট্রও। কিছুদিন আগে পানীয় জলের প্রয়োজন মেটাতে সেখানে একটি জলের ট্রেন গিয়ে পৌঁছয়। তাতে কিছুটা হলেও স্থানীয় বাসিন্দাদের মুখে হাসিও ফোটে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে লাতুর জেলা প্রশাসনের অনুরোধেই পশ্চিম মহারাষ্ট্রের মিরাজ থেকে জল নিয়ে জলদূত নামে ট্রেনটি ৩৪২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে লাতুর পৌছয়। এভাবে জল পৌঁছে দেওয়ার জন্য যে খরচ রেল কর্তৃপক্ষকে বহন করতে হয়েছে তারই বিল তারা চেয়ে পাঠিয়েছে।