রেকর্ড গড়ার দরজায় দাঁড়িয়ে ভারতের টেনিস কিংবদন্তী লিয়েন্ডার পেজ। রিও অলিম্পিকে লন টেনিসের মিক্সড ডাবলসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি। রিও অলিম্পিকে খেললে টানা সাতটি অলিম্পিকসে অংশ নেওয়া সম্পূর্ণ হবে তাঁর। আজ পর্যন্ত এই রেকর্ড কারও নেই। ছবার অলিম্পিকে অংশ নেওয়ার রেকর্ড আছে। কিন্তু সাতবার অলিম্পিকসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলে ক্রীড়া ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন লিয়েন্ডার। ডাবলসে তাঁর সঙ্গী হবেন রোহন বোপান্না। সাকেতকে সঙ্গে নিয়ে রিওতে দেশের হয়ে নামতে চেয়ে ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের কাছে দরবার করেছিলেন বোপান্না। কিন্তু তাঁর সেই আবেদন এদিন নামঞ্জুর করে দিয়েছে সংগঠন।
লিয়েন্ডারের শেষ এক বছরের চারটি ডাবলসে খেতাব রয়েছে। দুর্দান্ত ফর্মেও রয়েছেন ভারতের টেনিস দুনিয়ার এই কিংবদন্তী খেলোয়াড়। তাই সবদিক বিবেচনা করেই লিয়েন্ডারকে বাছা হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন। কুড়ি বছর আগে আটলান্টা অলিম্পিকসে ভারতের হয়ে সিঙ্গলসে ব্রোঞ্জ পদক নিয়ে আসেন লিয়েন্ডার। কিন্তু এখনও ভারত অলিম্পিকসে টেনিসে ডাবলসে কিছু করে উঠতে পারেনি। সেই লক্ষ্য এবার পূরণ হয় কিনা আপাতত সেদিকেই চেয়ে গোটা দেশ।