Sports

তলানিতে সম্পর্ক প্রভাব ফেলবে না তো!

Leander Paes Rohan Bopannaলিয়েন্ডার পেজের সঙ্গে  রোহন বোপান্নার সম্পর্ক যে কোনওকালেই মধুর নয় সেকথা টেনিস দুনিয়ার অন্দরমহলে আর আটকে নেই। যাঁরা খেলার খবরাখবর রাখেন তাঁরা জানেন দুজনের সম্পর্ককে সাপ আর নেউলের সঙ্গেও তুলনা করেন টেনিস দুনিয়ার মানুষজন। সেই দুই খেলোয়াড় এবার রিওতে ভারতের জন্য জন্য পদক আনার লড়াই লড়বেন। একসঙ্গে, হাতে হাত মিলিয়ে, পারস্পরিক সমন্বয়কে হাতিয়ার করে। কোর্টে দুজনের তালমিলের ওপর দাঁড়িয়ে আছে ভারতের পদক জেতার সম্ভাবনা। একজন ভারতের এক নম্বর। অন্যজন তালিকায় পাঁচ নম্বরে। লিয়েন্ডার মিথ। কিন্তু বোপান্নার কেরিয়ার রেকর্ডটা ফেলে দেওয়ার মত নয়। ফলে ভারতীয় টেনিস দুনিয়ার এই দুই স্তম্ভ যদি পদকের দৌড়ে নিজেদের শেষ টুকু উজাড় করে দিতে পারেন তাহলে সোনাও ঘরে আসা অসম্ভব নয়। লিয়েন্ডার অবশ্য ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি বোপান্নার সঙ্গে কথা বলবেন। সম্পর্ক যাই হোক তার প্রভাব দেশের হয়ে খেলার সময় না পড়লেই হল। যদিও রিওতে সাকেতকে পাশে নিয়ে রিওয়ে ডবলস খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন বোপান্না। তা নাকচ করে তাঁর সঙ্গী হিসাবে লিয়েন্ডারকে বেছে নিয়েছেন টেনিস অ্যাসোসিয়েশন। তাই এটা মেনে নেওয়া ছাড়া গতি নেই। অ্যাসোসিয়েশন অবশ্য সাফ জানিয়েছে কার‌ও ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নয়, তাঁরা খেলোয়াড় বাছেন তাঁর পারফরমেন্সের ভিত্তিতে। সেখানে লিয়েন্ডারই তাঁদের প্রথম পছন্দ।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button