শনিবার ডেভিস কাপে দেশকে ঐতিহাসিক জয় উপহার দিলেন লিয়েন্ডার পেজ। অস্ট্রেলিয়ায় ডেভিস কাপ ডাবলসে ৪৩ তম জয় পকেটে পুরলেন ৪৪ বছরের লিয়েন্ডার পেজ। এই জয়ের দৌলতে নয়া বিশ্বরেকর্ড গড়লেন দেশের সর্বকালের সেরা টেনিস তারকা। ভাঙলেন ইতালির নিকোলা পিয়েত্রানজেলির ৪২ বার ডেভিস কাপে ডাবলস জয়ের আগের রেকর্ড। তবে লিয়েন্ডার একা নন, কোর্টে দেশের কিংবদন্তি টেনিস খেলোয়াড়কে এদিন যোগ্য সঙ্গত দেন রোহন বোপান্না। পেজ-বোপান্নার ঝোড়ো পারফরমেন্সের সামনে শনিবার কার্যত মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলেন না চিনের মো জিং গোঙ এবং জে ঝাং।
অবশ্য প্রথম দিকে লিয়েন্ডারের সঙ্গে জুটি বেঁধে খেলতে রাজি ছিলেন না রোহন। পরে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের চাপে পড়ে লিয়েন্ডারের সঙ্গে জুটি বাঁধেন বোপান্না। তাঁদের অনবদ্য জুটি চিনা জুটিকে ৫-৭, ৭-৬(৫), ৭-৬(৩) ব্যবধানে হারিয়ে দেয়। পেজ-বোপান্নার এই জয় চিনের বিরুদ্ধে ফের লড়াইয়ে ফেরাল ভারতকে। শুক্রবার রামকুমার রামানাথন এবং সুমিত নাগালের অপ্রত্যাশিত হারের পর ডাবলস এই জয় আবশ্যিক ছিল ভারতের।