নিউ ইয়র্ক, ব্রাসেলস, প্যারিস, মেক্সিকো এবং প্রাগ। এই ৫ শহরে রয়েছে চকোলেট মিউজিয়াম। কিন্তু এই তালিকায় এশিয়ার কোনও দেশ ছিলনা। এবার সেই এশিয়ায় আত্মপ্রকাশ করল চকোলেট মিউজিয়াম। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে আত্মপ্রকাশ করল সেটি। মিউজিয়ামে থাকছে ৩৫০টি পেন্টিং ও হস্তশিল্প। যা বলবে চকোলেটের বিশাল ইতিহাস। সকলের সামনে তুলে ধরবে এত বছর ধরে কিভাবে চকোলেট আদি অবস্থা থেকে আজকের অবস্থা পর্যন্ত এল।
সারা বিশ্বেই চকোলেট এক জনপ্রিয় খাদ্য। আবালবৃদ্ধবনিতা সকলেরই পছন্দের খাবার চকোলেট। লেবাননে আত্মপ্রকাশ করা এই মিউজিয়ামে সেই চকোলেট কিভাবে তৈরি করতে হয় তাও শেখানোর বন্দোবস্ত করেছে মিউজিয়াম কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা