গহন জঙ্গলে ২১টি আবিষ্কার, বিশ্বকে অন্য রূপ দেখালেন সুপারস্টার
তিনি কেবল অভিনয়তেই যে দক্ষ এমনটা নয়, বিরল আবিষ্কারেও তাঁর জুড়ি নেই। গহন জঙ্গলে ঢুকে তিনি একসঙ্গে ২১টি আবিষ্কার করে ফেললেন।
টাইটানিক সিনেমায় জ্যাক আর রোজকে কেউ ভুলতে পারবেননা। সেই বিয়োগান্তক যুবা প্রেমের প্রেমিক জ্যাকের ভূমিকায় অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। লিওনার্দো এখন হলিউডের প্রথমসারির অভিনেতা। তবে তিনি যে অভিনয়তেই দক্ষ এমনটা নয়। তাঁর অন্য পরিচয়ও রয়েছে।
তিনি একজন পরিবেশ রক্ষকও। তাই সময় পেলেই লিওনার্দো হারিয়ে যান বিভিন্ন গহন জঙ্গলে। সম্প্রতি তিনি পাড়ি দিয়েছিলেন মাদাগাস্কার-এর ঘন জঙ্গলে।
লিওনার্দোর লক্ষ্য কার্যত হারিয়ে যাওয়া প্রাণির খোঁজ। আর সে কাজ করতে গিয়ে জঙ্গলের গভীরে ঢুকে যান তিনি। তাতে অবশ্য লাভই হয়েছে। এমন এক সাফল্য তিনি পেয়েছেন যা অবশ্যই চমকপ্রদ।
লিওনার্দো মাদাগাস্কারের জঙ্গলে এমন ২১টি প্রাণির খোঁজ পেয়েছেন যাদের শতাধিক বছর আগে শেষবারের জন্য দেখা গিয়েছিল। বিশেষজ্ঞেরাও ধরে নিয়েছিলেন এরা এখন অতীত। হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে।
কিন্তু মাদাগাস্কারের জঙ্গলের গভীরে তারা যে এখনও বহাল তবিয়তেই রয়েছে তা খুঁজে বার করলেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।
এই ২১টি প্রাণির মধ্যে রয়েছে পিঁপড়ের মত দেখতে গুবরেপোকা, ৩ রকমের রঙিন মাছ, ৫ ধরনের লাফ দিতে সক্ষম মাকড়শা, ১টি অতি বিশালাকায় চেহারার কেন্নো সহ নানা প্রাণি। এদের খোঁজ যে পাওয়া যেতে পারে তা কারও ভাবনাতেই ছিলনা। তাদের খুঁজে দিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
প্রসঙ্গত মাদাগাস্কারের মাকিরা জঙ্গল হল অতিঘন এক এমন জঙ্গলে যেখানে এমন প্রাণিদের খোঁজ মেলে যাদের পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায়না। কেবল এই জঙ্গলেই এদের দেখা পাওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা