হিমালয়ে পাওয়া গেল নতুন সাপ, নাম জুড়ল টাইটানিক সিনেমার হিরোর
পশ্চিম হিমালয়ের পাহাড়ি জঙ্গলে এক নতুন ধরনের সাপ দেখতে পাওয়া গেছে। হিমালয়ে আবিষ্কার হওয়া নতুন এই সাপের সঙ্গে শুরুতেই জুড়ে গেল টাইটানিক সিনেমার হিরোর নাম।
হিমালয়ের যে কত কিছু অজানা তা গুনে শেষ করা মুশকিল। সেই হিমালয়ে এবার পাওয়া গেল একটি নতুন ধরনের সাপ। সাপটির গায়ের রং তামাটে। ছোট সাপের গোষ্ঠীতেই পড়ছে এই নতুন পাওয়া সাপ। তবে এমন সাপ আগে কখনও দেখতে পাওয়া যায়নি।
অনেক কিছুর মতই হিমালয় যেন জন্ম দিল এই সাপের। স্বভাবে এই সাপটি অত্যন্ত শান্ত প্রকৃতির বলেই দেখেছেন বিজ্ঞানীরা। যাকে পাওয়া গিয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও নেপালের চিতওয়ান জাতীয় উদ্যানে। এই জঙ্গলেই তার প্রথম দেখা মেলে।
এই সাপটি নতুন। ফলে তার কোনও নাম দেওয়া নেই। বিজ্ঞানীরা নামকরণ করেন অ্যাঙ্গুইকালাস ডিক্যাপ্রিওই। টাইটানিক সিনেমার নায়কের নাম তো সকলের জানা। লিওনার্দো ডিক্যাপ্রিও এরপর অনেক সিনেমায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
এই হলিউড সুপারস্টার কেবল একজন জনপ্রিয় চিত্রতারকাই নন, তিনি পরিবেশ রক্ষার ক্ষেত্রেও নানা কাজ করে চলেন। বাস্তুতন্ত্র রক্ষায় তাঁর কাজ উল্লেখযোগ্য। একটি ফাউন্ডেশনও রয়েছে তাঁর। যে সংস্থা নিরন্তর পরিবেশ রক্ষায় বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছে।
লিওনার্দো ডিক্যাপ্রিওর সেই কাজের জন্য তাঁকে সম্মান জানাতেই এই পদক্ষেপ বিজ্ঞানীদের। তাঁকে সম্মান জানিয়ে নতুন পাওয়া সাপটির নামে ডিক্যাপ্রিও জুড়ে দিয়েছেন তাঁরা। একে তাই ডিক্যাপ্রিও হিমালয়ান স্নেক বলেও ডাকা হচ্ছে।
সাপটি খুব বেশি নড়াচড়া পছন্দ করেনা। এক জায়গায় থাকতেই পছন্দ করে। আগামী দিনে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও এমন সব নতুন পাওয়া প্রাণিরা প্রভূত সাহায্য করবে বলেই মনে করেন বিজ্ঞানীরা।