বিদেশে গিয়ে প্রেমিকা ভাড়া করলেন বাঙালি তরুণ
বিদেশে গিয়ে অনেকেই চাকরি করেন। পড়াশোনা করেন। সেভাবেই বিদেশে গিয়ে এক বাঙালি তরুণ প্রেমিকা ভাড়া করলেন। সেকথা নিজে প্রচারও করলেন।
একটি রেস্তোরাঁয় তাঁরা প্রবেশ করেন। সেখানে আলাপচারিতা হয়। তরুণী বেশ সপ্রতিভ। যখনই তিনি দেখেন যে কোনও ভারতীয় তরুণ তাঁকে ডেটে যাওয়ার জন্য ভাড়া করেছেন, তখনই তিনি চেষ্টা করেন হিন্দিতেও কথা বলার।
এর বাইরে সব কথা বুঝতে সাহায্যের হাত বাড়িয়ে দেন জাপানের বাসিন্দা এক যুবক। যিনি ভারতীয় তরুণ বিষ্ণু সাহার বন্ধু। তিনিই সাহায্য করেন ওই জাপানি তরুণী ইয়ামির কথা বুঝিয়ে দিতে।
পুরো বিষয়টি বিষ্ণু সাহা তাঁর ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন। তুলে ধরেছেন ভাড়া করা প্রেমিকাকে নিয়ে ডেটিংয়ে যাওয়ার অভিজ্ঞতাও।
জাপানে কিন্তু এভাবে প্রেমিকা থেকে নানা সম্পর্ক ভাড়া পাওয়া যায়। ওয়েবসাইট রয়েছে এজন্য। সেখানে গিয়ে সম্পর্ক ভাড়া চাইলে পাওয়া যায়।
জাপানে তরুণ তরুণীরা একাকীত্বে ভোগেন। তাঁরা একাকীত্ব কাটানোর জন্য প্রেমিক বা প্রেমিকা ভাড়া করেন। তারপর তাঁর সঙ্গে ডেটিংয়ে যান।
পুরোটা শুনতে হাস্যকর হলেও এটাই ঘটছে সেখানে বলে দাবি করেছেন বিষ্ণু। এই সব ওয়েবসাইট সম্পর্ক খুঁজে দিচ্ছে। তারপর যোগাযোগও করিয়ে দিচ্ছে।
এবার সেই সম্পর্ক ভাড়া নিতে যে অর্থ গুনতে হবে তা জানার পর সিদ্ধান্ত নিচ্ছেন ইচ্ছুকরা। এটি বেশ প্রচলিত সেখানে বলেও দাবি করেছেন বিষ্ণু।
সম্পর্ক এমন এক জিনিস যা নাকি কেবল আন্তরিক বন্ধন দিয়েই তৈরি হতে পারে। কিন্তু এ দেশে সেটাও ভাড়া পাওয়া যাচ্ছে। বিশ্ব যে ক্রমশ কতখানি আত্মকেন্দ্রিক, সম্পর্কহীন, অর্থ নির্ভর, ভালবাসাহীন হয়ে পড়ছে, তার এ এক মর্মান্তিক উদাহরণও বটে।