Lifestyle

দেশেই বরফের মাঝে কাচের ইগলুতে ঢুকলে জলে ভরবে জিভ

চারধারে শুধু বরফ আর বরফ। তার মাঝে একটু দূরে দূরে ইগলু। কাচের ইগলু। যেখানে ঢুকলে জিভ ভরবে জলে আর চোখ জুড়োবে প্রকৃতি।

দেখে মনে হতেই পারে এ নিশ্চয়ই ইউরোপের কোনও দেশ। কিন্তু বাস্তব হল বিদেশ নয়, এই দেশেই রয়েছে এমন অভিনব ভাবনা। ইগলুর কথা তো সকলের জানা। বরফের মাঝে বিশেষভাবে তৈরি ঘর। তেমনই ইগলু রয়েছে পুরু বরফের ওপর বসানো। তবে এ ইগলুর পুরোটাই কাচ। ফলে ভিতরে ঢুকলে আশপাশটা ২ চোখ ভরে দেখায় কোনও সমস্যা হবেনা।

এখানে প্রকৃতি তার অপার সৌন্দর্য ঢেলে দিয়েছে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ। তার মাঝেই এই কাচের ইগলুতে ঢুকে পড়লে রয়েছে একটি বড় টেবিল আর তার চারপাশে ৮টি চেয়ার।


এই কাচের ইগলু আদপে একটি রেস্তোরাঁ। যে রেস্তোরাঁয় বসে দারুণ সব পদ অর্ডার করে রসনা তৃপ্তি করতে পারবেন পর্যটকেরা। আবার এই বরফে রাজ্যে এসে বরফের মাঝেই বসে খেতে খেতে উপভোগ করতে পারবেন অনন্ত প্রকৃতিকে।

জম্মু কাশ্মীরের গুলমার্গ এখন পুরোটাই সাদা বরফের পুরু চাদরে ঢাকা। পারদ মাইনাসে ঘোরাফেরা করছে। গুলমার্গ বিখ্যাত তার স্কি রিসর্টের জন্য। অনেকেই বরফে ঢাকা পাহাড়ের ঢালে স্কি করতে এই ঠান্ডায় ছুটে আসেন গুলমার্গে। উপরি পাওনা প্রকৃতির অন্য অনন্য রূপ।


গুলমার্গের অন্যতম একটি হোটেলের যে বড় ফাঁকা অংশটি রয়েছে তা এখন বরফে ঢেকে গেছে। এখানেই ৩টি কাচের ইগলু বসিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

আদপে ৩টিই রেস্তোরাঁ। যেখানে ৮ জন বসে খেতে পারেন। এই বিরল ভাবনা সুইডেনের একটি ইগলু রেস্তোরাঁ থেকে নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তাদের দাবি এমন কাচের ইগলু হোটেল ভারতে আর নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button