বিশেষ ফল খেয়ে তার বীজ মুখ দিয়ে ছোঁড়া, এও এক জনপ্রিয় প্রতিযোগিতা
অনেক ফলই খেয়ে তার বীজ মুখ থেকে ফেলে দিতে হয়। কিন্তু এই ফলের বীজ মুখ থেকে কত জোরে ছোঁড়া যাবে সেটাই প্রতিযোগিতা। যার জনপ্রিয়তা প্রশ্নাতীত।
প্রথমে ফলটি মুখে পুরে নিতে হবে। তারপর সেই সুস্বাদু ফল মনের আনন্দে খেয়ে ফেলতে হবে। মুখের মধ্যে শেষপর্যন্ত পড়ে থাকবে বীজটি। সেটি সাধারণভাবে ফেলে দেওয়া হলেও বছরে ১টা দিন কিছু মানুষ সেটাকেই প্রতিযোগিতা জেতার হাতিয়ার করেন।
প্রতিযোগিতাটি শুনতে একটু অবাক করা হলেও অতিমাত্রায় জনপ্রিয়। যেখানে ফলের বীজটি মুখ থেকে ফেলে না দিয়ে তা মুখ থেকে জোরে ছুঁড়ে দিতে হয়। বীজটি সেই ব্যক্তি কত দূরে ছুঁড়ে দিতে পারছেন সেটার ওপর নির্ভর করে পয়েন্ট। যার ভিত্তিতে বিজয়ী স্থির হয়।
আমেরিকা এবং কানাডায় এই প্রতিযোগিতা অত্যন্ত জনপ্রিয়। যাকে বলা হয় চেরি পিট স্প্লিটিং চ্যাম্পিয়নশিপ। বেশ কয়েকটি জায়গায় এই প্রতিযোগিতা পালিত হয়। সহজ করে বললে চেরি ফলের বীজ ছোঁড়ার প্রতিযোগিতা।
একটি ধাতব পাত থাকে প্ল্যাটফর্মের মত। তার ওপর দাঁড়িয়ে মুখে চেরি পুরে সেটি খেয়ে ফেলতে হয় প্রতিযোগীদের। পরে থাকে বীজটি।
এবার সামনে তৈরি করা কোর্টে মুখের জোরে ছুঁড়ে দিতে হয় মুখে থাকা বীজটি। এক্ষেত্রে হাত বা শরীরের অন্য কোনও অঙ্গের সাহায্য নিয়ে বীজ ছুঁড়লে তিনি প্রতিযোগিতা থেকে বাদ পড়বেন।
যাঁর যত দূরে গিয়ে বীজ পড়বে তিনিই বিজয়ী। ৪০-৫০ ফুট পর্যন্তও চেরি ফলের বীজ ছুঁড়ে বিজয়ীর তকমা ছিনিয়ে নেন অনেকে। এই প্রতিযোগিতায় অংশ নিতে আগে থেকে নিয়ম করে অনুশীলনও করেন অনেকে।