টুপিতে ছোট ছোট যথেষ্ট প্রয়োজনীয় ফুটোগুলি কেন থাকে
টুপিতে দেখা যায় ছোট ছোট ফুটো থাকে। এগুলি থাকার পিছনে কিন্তু যথেষ্ট দরকারি কারণ রয়েছে। তা না হলে বড় সমস্যা হতে পারত।
রোদ থেকে বাঁচার জন্য হোক বা খেলার মাঠে খেলোয়াড়দের মাথায় হোক, টুপি রাস্তায় দেখতেই পাওয়া যায়। টুপি পরে অনেকেই বাড়ি থেকে বার হন রোদ থেকে বাঁচতে এবং ধুলো থেকে মাথাটা রক্ষা করতে। সেইসঙ্গে টুপি পরে রাস্তায় বার হওয়ার সঙ্গে একটা স্টাইল সংযোগও রয়েছে।
সেই টুপির পরার সময় সকলেই লক্ষ্য করেছেন যে টুপিতে ছোট ছোট ফুটো থাকে। এমন ফুটো আবার চারধার দিয়ে পাতলা ধাতব পাতে মোড়া থাকে। কিন্তু কেন টুপিতে এমন ফুটোর দরকার পড়ে?
টুপিতে ফুটো থাকার বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন টুপি অনেক সময় এমন কাপড় দিয়ে তৈরি হয় যা দিয়ে হাওয়া প্রবেশ করতে পারেনা। সেই টুপি দীর্ঘক্ষণ পরে থাকলে মাথায় হাওয়া খেলেনা। ফলে চুলের ক্ষতি হয়। ঘাম হতে থাকে। মাথার অংশ গরম হতে থাকে।
টুপিতে ফুটো থাকলে সেই গরম হওয়া বা প্রবল ঘাম হওয়া থেকে দূরে থাকা যায়। হাওয়া খেলার ফলে চুলেরও ক্ষতি হয়না। মাথার টুপিতে ঢাকা অংশ ঠান্ডাও থাকে।
সাধারণত টুপি তৈরি হয় একই মাপের বেশ কয়েকটি কাপড়কে জুড়ে। এমন হলে সেই এক একটা টুকরো পিছু একটা করে ফুটো দেওয়া থাকে।
টুপিতে ফুটো তাই যেমন স্বস্তি দায়ক তেমনই স্টাইলিশ। টুপির এই ফুটোগুলির আবার বিশেষ নামও রয়েছে। এই ফুটোগুলিকে বলা হয় আইলেট।