ত্বকের ওপর রোদে পোড়া ছোপ বাড়িতেই তোলার সহজ ৩টি উপায়
চড়া রোদে অনেক সময় রাস্তায় থাকতেই হয়। রোদে চামড়ায় কালচে বা তামাটে ছোপও পড়ে। বাড়িতেই এই ছোপ মুছে ফেলার সহজ ৩টি উপায় রইল সকলের জন্য।
প্রবল গরমে চড়া রোদে রাস্তায় কাজ করে ফেরার পর অনেক সময় চামড়ায় একটা কালচে বা তামাটে ছোপ দেখা যায়। দেহের বাকি অংশের সঙ্গে সেখানকার চামড়ার রং আলাদা হয়ে যায়।
এই ছোপ কিন্তু সহজেই মুছে ফেলা সম্ভব। আর তার জন্য দামি পার্লার বা দামি ক্রিমের প্রয়োজন নেই। বাড়িতে সহজেই তুলে ফেলা যায় এই ছোপ। এই ছোপ তোলার সহজ ৩টি উপায় রইল।
নারকেল তেল বা বাদাম তেল ২ চামচ নিয়ে তাতে অর্ধেক চামচ চিনি, কয়েক ফোঁটা পাতিলেবুর রস, আর ফিল্টার কফির গুঁড়ো ১ চামচ দিয়ে দিতে হবে। ফিল্টার কফি প্রায় সব দোকানে সহজেই পাওয়া যায়।
এগুলি একসঙ্গে মিশিয়ে সেই মিশ্রণ যেখানে রোদে পোড়া দাগ হয়েছে সেখানে লাগিয়ে দিতে হবে। এবার এটি বেশ কিছুটা সময় রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত ২ বার এই মিশ্রণ লাগাতে পারলে দারুণ উপকার মিলবে।
এই দাগ মুছে ফেলার আরও একটি উপায় হল প্রথমে ২ চামচ বেসন নিতে হবে। তারপর তাতে ১ চামচ দুধ অথবা দই মেশাতে হবে। তার সঙ্গে দিতে হবে ১ চামচ হলুদ গুঁড়ো।
এবার এগুলি ভাল করে মিশিয়ে একটি থকথকে মিশ্রণ তৈরি করতে হবে। যা এই দাগ পড়া অংশে মাখিয়ে দিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। তারপর তা হালকা গরম জলে ধুয়ে ফেলতে হবে।
আরও একটি পথ রয়েছে এই দাগ তুলে ফেলার। একটি পাত্রে ২ চামচ ত্রিফলা চূর্ণ নিতে হবে। তাতে ১ চামচ বেসন, এক চিমটে হলুদ গুঁড়ো এবং একটু গোলাপ জল দিতে হবে।
এবার এগুলি মেখে একটি মিশ্রণ তৈরি হবে। যা রোদে পোড়া অংশে লাগিয়ে দিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। ১৫ মিনিট কেটে গেলে ধুয়ে ফলতে হবে। তাহলেই উপকার মিলবে।